রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২১ এপ্রিল ২০২৪ ১৮ : ২৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার ধূলাগড়ে সিপিএমের মিছিলে তুমুল উত্তেজনা। হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন মিছিল করছিলেন। তার মধ্যেই হামলা করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দিনে দুপুরে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। জানা গিয়েছে, রবিবারের মিছিলে সব্যসাচী নিজে উপস্থিত ছিলেন।
মিছিল নির্বিঘ্নেই শেষ হয়। কিন্তু এরপরেই কর্মীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাবেন সেই সময় লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। সব্যসাচী গিয়ে পুলিশ ও জেলাশাসককে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, ভোটের প্রচার করে বাড়ির ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে কর্মীদের ওপর।